প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর
- আপডেট: ১২:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১০৩২২ বার দেখা হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতনে স্কেল, ২০১৫’ এর চতুর্থ গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাধিসহ তিনি উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন: জুলাই গণহত্যার বিচার কোথায় হবে জানালেন আইন উপদেষ্টা
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব হয়েছেন সাংবাদিক শফিকুল আলম। তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা/এসএইচ