প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বয়সসীমা ৩৫ চাকরিপ্রত্যাশীদের অবস্থান
- আপডেট: ০২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১০২৭৭ বার দেখা হয়েছে
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এর দুপুরে সোয়া ১টার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন।
দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীদের এই সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা
সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫ এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে।
আরেক ৩৫ প্রত্যাশী বলেন- সেশনজট, করোনাসহ বিভিন্ন কারণে আমাদের বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন আমরা ভুক্তভোগী। আমরা চাকরি চাই না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চাই। চাকরিতে আবেদনের বয়সসীমা বর্তমানে ৩০ বছর, এটা অযৌক্তিক। বিশ্বের সব দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ঊর্ধ্ব, তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হব।
ঢাকা/এসএইচ