প্রেসিডেন্টের ক্ষমার জন্য হোয়াইট হাউজে ঘুষের ঘটনা নিয়ে তদন্ত

- আপডেট: ০১:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ৪০৮৬ বার দেখা হয়েছে
প্রেসিডেন্টের ক্ষমার জন্য হোয়াইট হাউজে ঘুষ লেনদেনের পরিকল্পনা সম্ভাব্য এক ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে দেশটির আদালত।
ডোনাল্ট ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা দোষী সাব্যস্ত হওয়ার পর তার প্রশাসন নিয়ে এটা সর্বশেষ দুর্নীতির ঘটনা নিয়ে তদন্ত। খবর সিএনএনের
অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের প্রতি যারা অনুগত ছিলেন তাদেরকে ক্ষমা করে দিয়েছিল তার প্রশাসন।
ওয়েবসাইটে প্রকাশিত ১৮ পৃষ্ঠার ওই নথির অর্ধেক তথ্যই ঢেকে দেওয়া হয়েছে। যে অংশটুকু পড়া যায়, তাতে কারও নাম বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য নেই
ওয়াশিংটনে ফেডারেল প্রসিকিউটররা আদালতকে বলেছেন, ঘুষ লেনদেনের পরিকল্পনার কিছু প্রমাণ তারা পেয়েছেন, যেখানে প্রেসিডেন্টের ক্ষমা বা দণ্ড মওকুফের বিনিময়ে ‘বড় ধরনের রাজনৈতিক সুবিধা’ দেওয়ার প্রস্তাব করার কথা রয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ কাউকে ক্ষমার পরিকল্পনা নিয়ে এই তদন্ত বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।