০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ফার্স্ট সিকিউরিটির ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের নামে মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

প্রায় ১১০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে ৪৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে এলজিইডির প্রধান প্রকৌশলীসহ তিন জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পতিত আওয়ামী লীগের শাসনামলজুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এই গ্রুপটি।

বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে, অন্তত চার ব্যাংক থেকে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়েছে এস আলম। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ।

সোমবার (১৯ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজীর আহমেদ বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক।

আরও পড়ুন: বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ: গভর্নর

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিন জনের বিরুদ্ধেও দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফার্স্ট সিকিউরিটির ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের নামে মামলা

আপডেট: ০৫:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

প্রায় ১১০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে ৪৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে এলজিইডির প্রধান প্রকৌশলীসহ তিন জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পতিত আওয়ামী লীগের শাসনামলজুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এই গ্রুপটি।

বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে, অন্তত চার ব্যাংক থেকে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়েছে এস আলম। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ।

সোমবার (১৯ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজীর আহমেদ বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক।

আরও পড়ুন: বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ: গভর্নর

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিন জনের বিরুদ্ধেও দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক।

ঢাকা/এসএইচ