বাংলাদেশের কাছে এয়ারলাইন্সের পাওনা ১৭ কোটি ৭৭ লাখ ডলার
- আপডেট: ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন সংস্থার এয়ারলাইন্সের ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার পাওনা রয়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এসব সংস্থাগুলো ১৭ কোটি ৭৭ লাখ ডলার পাবে। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা অর্থ পরিশোধে দেশে কার্যরত ৭ ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (৬ জুন) এক জরুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।
তিনি বলেন, জানুয়ারি থেকে আজ পর্যন্ত এয়ারলাইন্সগুলোর ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। তবে এয়ারলাইন্সগুলোর মোট পাওনা রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার। তবে আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ২১ কোটি ৪১ লাখ ডলার।
আরও পড়ুন: মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ
তিনি আরও বলেন, দেশের ৭ ব্যাংক এসব অর্থ ডিউ রেখেছিলো। এসব ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। তাই তাদেরকে খুব শীগ্রই অর্থ পরিশোধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/এসএ