০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বাজেটকে স্বাগত জানালো ডিবিএ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১০২৯৯ বার দেখা হয়েছে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে পুঁজিবাজারবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (৩ জুন) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বাজেটের বিভিন্ন প্রস্তাবকে পুঁজিবাজার উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করেন এবং এ বাজেটের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পুঁজিবাজারের বিকাশে আমরা দীর্ঘদিন ধরে সরকারকে কর রেয়াতসহ বিভিন্ন সুপারিশ দিয়ে আসছিলাম। এবারের বাজেটে আমাদের দাবির আংশিক প্রতিফলন ঘটেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাজেটে উল্লেখযোগ্য তিনটি প্রস্তাব পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা বহন করে— ব্রোকারেজ হাউজের সিকিউরিটিজ লেনদেনের ওপর উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারে ব্যবধান ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব, মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ১০ শতাংশ কমিয়ে ২৭.৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব।

সাইফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট এই প্রস্তাবসমূহ বাস্তবায়িত হলে বাজারে গতি আসবে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ইস্যুয়ার কোম্পানি, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবার পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়েছে, যার সুস্পষ্ট প্রতিফলন বাজেটের প্রস্তাবে পরিলক্ষিত হয়েছে। এজন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, যিনি এই বাজেটে পুঁজিবাজারবান্ধব চিন্তাধারা প্রতিফলিত করেছেন।

এছাড়া ডিবিএ প্রেসিডেন্ট বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীকে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে তাঁর যথাযথ উপলব্ধি, আন্তরিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।

ডিবিএ’র পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিএসইসি চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার প্রতি—যারা সময় দিয়েছেন, পরামর্শ শুনেছেন এবং এ খাতের উন্নয়নে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা

ডিবিএ আশা প্রকাশ করেছে, বাজেট ঘোষণার পর প্রস্তাবিত কর-সুবিধাসমূহ দ্রুত কার্যকর হবে এবং তা পুঁজিবাজারে আস্থা ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বাজেটকে স্বাগত জানালো ডিবিএ

আপডেট: ০৫:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে পুঁজিবাজারবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (৩ জুন) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বাজেটের বিভিন্ন প্রস্তাবকে পুঁজিবাজার উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করেন এবং এ বাজেটের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পুঁজিবাজারের বিকাশে আমরা দীর্ঘদিন ধরে সরকারকে কর রেয়াতসহ বিভিন্ন সুপারিশ দিয়ে আসছিলাম। এবারের বাজেটে আমাদের দাবির আংশিক প্রতিফলন ঘটেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাজেটে উল্লেখযোগ্য তিনটি প্রস্তাব পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা বহন করে— ব্রোকারেজ হাউজের সিকিউরিটিজ লেনদেনের ওপর উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারে ব্যবধান ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব, মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ১০ শতাংশ কমিয়ে ২৭.৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব।

সাইফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট এই প্রস্তাবসমূহ বাস্তবায়িত হলে বাজারে গতি আসবে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ইস্যুয়ার কোম্পানি, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবার পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়েছে, যার সুস্পষ্ট প্রতিফলন বাজেটের প্রস্তাবে পরিলক্ষিত হয়েছে। এজন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, যিনি এই বাজেটে পুঁজিবাজারবান্ধব চিন্তাধারা প্রতিফলিত করেছেন।

এছাড়া ডিবিএ প্রেসিডেন্ট বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীকে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে তাঁর যথাযথ উপলব্ধি, আন্তরিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।

ডিবিএ’র পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিএসইসি চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার প্রতি—যারা সময় দিয়েছেন, পরামর্শ শুনেছেন এবং এ খাতের উন্নয়নে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা

ডিবিএ আশা প্রকাশ করেছে, বাজেট ঘোষণার পর প্রস্তাবিত কর-সুবিধাসমূহ দ্রুত কার্যকর হবে এবং তা পুঁজিবাজারে আস্থা ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/টিএ