বাড়ছে ডেঙ্গু: একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭২

- আপডেট: ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১০২৮৮ বার দেখা হয়েছে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। দুজনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আর সারাদেশে আক্রান্ত হয়ে ২৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি ছিল ৯৮ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ২৭২ জন রোগী নতুন ভর্তি হয়েছেন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৫ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৭৬৮ জন।
আরও পড়ুন: ফের ১১ ঘণ্টা শিথিলের পর কারফিউ শুরু
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ দশমিক ০৭ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ০৩ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৫৫ জনের মধ্যে ৩৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ৯ জন বরিশাল বিভাগের, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে সাতজন।
ঢাকা/এসএইচ