বার্সার সঙ্গে চুক্তি শেষ, কাল থেকে মেসিকে পাওয়া যাবে বিনামূল্যে!

- আপডেট: ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তিটা চলতি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। আজকের তারিখটা দেখুন আবার, আজই তো সে দিন! এর মানে কী দাঁড়ায়? আজ স্প্যানিশ সময় রাত ১২টা বাজলেই মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক ‘শেষ’! শেষ মুহূর্তে চুক্তি নবায়নের খবর না এলে কাল থেকেই তিনি বনে যাবেন ‘ফ্রি এজেন্ট’, বিনামূল্যেই তাকে দলে টানতে পারবে যে কোনো ক্লাব!
স্প্যানিশ সময় অনুসারে আজ রাত ১২টায় তার চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। তবে বিষয়টা বাস্তবতায় রূপ নেবে না, যদি না মেসির সঙ্গে শেষ মুহূর্তে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে বসে বার্সা।
মেসির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে, বিষয়টা মাসখানেক আগে ফাঁস করেছিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম বেইন স্পোর্টস। তবে তারপর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আসেনি চুক্তি নবায়নের ঘোষণা।
মেসি বার্সেলোনায় থাকার জন্য পূর্বশর্ত জানিয়ে দিয়েছিলেন। বারবার বলে এসেছিলেন শক্তিশালী দল গঠনের কথা। করোনা মহামারি ও চলমান আর্থিক মন্দা মাথায় রেখে সাধমতো সে শক্তিশালী দল গঠনের চেষ্টাও করে যাচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোপা আমেরিকা। যা শেষ হয়ে যাবে আগামী ১২ জুন। এর আগে মেসির বার্সেলোনায় আসা সম্ভব নয়, আর করোনা মহামারির কারণে বার্সেলোনা প্রতিনিধিরা যেতে পারছেন না লাতিন আমেরিকায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, মেসির চুক্তি নবায়নের প্রক্রিয়া থমকে আছে সে কারণেই।
আগামী ১৫-১৬ ঘণ্টায় সে পরিস্থিতি বদলে না গেলে কাল সকাল থেকেই মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট, ক্যারিয়ারে প্রথমবারের মতো। তবে বার্সেলোনা তাকে পরেও দলে ভেড়াতে পারবে। তখন অবশ্য সেটা আর ‘চুক্তি নবায়ন’ থাকবে না, বিষয়টা হয়ে দাঁড়াবে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে ভেড়ানো।
মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন তৎকালীন কাতালান প্রতিনিধিরা। সেই যে শুরু, তারপর থেকে ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়নি তার। প্রতি বারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ওরিয়নের ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- লকডাউনে বন্ধ থাকবে বীমা অফিস
- বন্ড ইস্যুর অনুমোদন মিললো আইএফআইসি ব্যাংকের
- ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- কিউআই অফারে পুঁজিবাজারে আসবে মোস্তফা মেটাল
- কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ
- কঠোর বিধিনিষেধে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ
- সাউথইস্ট ব্যাংকের এজিএমে ডিভিডিন্ড অনুমোদন
- এমএল ডাইংয়ের স্পিনিং ইউনিটের উৎপাদন শুরু
- ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস
- আইএফআইএলের নতুন চেয়ারম্যান বখতিয়ার আলম
- করোনায় ন্যাশনাল ব্যাংকের শাখা ম্যানেজারের মৃত্যু
- সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ার পর কমল ৪ টাকা