বিএনপিকে আচরণগত ও গুণগত পরিবর্তন আনতে হবে: তারেক রহমান

- আপডেট: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
নির্বাচনের পথ অনেক সংকটময় মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে দলের আচরণগত ও গুণগত পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে পরিচালনা করছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছে। আর তাই জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।
দ্রুত নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন।
আরও পড়ুন: জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
তবে যে নির্বাচনের দাবি করা হচ্ছে, সেই নির্বাচনের পথ অনেক সংকটময় মন্তব্য করে তারেক রহমান বলেন,
অনেক পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে। তাই প্রত্যেককে দ্বায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। নিজেকে বিএনপির সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপিকে আচরণগত ও গুণগত পরিবর্তন আনতে হবে।
‘ভাগ্যের পরিবর্তন ও বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া এখন প্রধান লক্ষ্য। এর জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকা/এসএইচ