০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিএসইসির বিক্ষোভে লাঠিচার্জ: আহত ৬

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ১১৩০১ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করছে কমিশনের সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তারা। এ সময় শুরুতে কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। একপর্যায়ে বিএসইসি চেয়ারম্যান, কর্মকর্তা-সেনাবাহিনীর বাগবিতণ্ডায় উত্তপ্ত অবস্থা বিরাজ করে কমিশন। তবে খন্দকার রাশেদ মাকসুদকে সেনাবাহিনী নিরাপদে বের করে দেন।

তবে বিএসইসির কর্মকর্তারা দাবি করছেন, সেনাবাহিনীর লাঠিচার্জে বিএসইসির ৬ কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (০৫ মার্চ) দুপুর ১ টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সর্বস্তরের কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এদিন রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মুল ফটক সকাল সাড়ে ১১টা থেকে তালাবদ্ধ রাখা হয়। সেই সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আসে। তবে প্রথমেই কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। তবে তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যার ফলে লাঠিচার্জ করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সূত্র মতে, বিএসইসি নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

আরও পড়ুন: রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তাদের অবস্থান

জানা গেছে, বর্তমান কমিশন নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও হতাশা আছে। এর মধ্যে অন্যতম কারণ- কমিশনারদের খারাপ আচরণ ও ১২ কোম্পানির তদন্তের আলোকে শোকজ করা। সব মিলিয়ে বাজে পরিস্থিতি বিরাজ করছে বিএসইসিতে। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারির পর পরিস্থিতি আরো খারাপ অবস্থায় চলে গেছে। তাই, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই পতনের বৃত্তে আটকে আছে পুঁজিবাজার। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা বহু বার প্রতিবাদ সমাবেশ করেছে। রাশেদ কমিশনে আস্থা না পেয়ে তাঁর পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় বিনিয়োগকারীরা। তবুও কোনো প্রতিকার ও সুফল পায়নি সাধারণ বিনিয়োগকারী।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিএসইসির বিক্ষোভে লাঠিচার্জ: আহত ৬

আপডেট: ০৪:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করছে কমিশনের সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তারা। এ সময় শুরুতে কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। একপর্যায়ে বিএসইসি চেয়ারম্যান, কর্মকর্তা-সেনাবাহিনীর বাগবিতণ্ডায় উত্তপ্ত অবস্থা বিরাজ করে কমিশন। তবে খন্দকার রাশেদ মাকসুদকে সেনাবাহিনী নিরাপদে বের করে দেন।

তবে বিএসইসির কর্মকর্তারা দাবি করছেন, সেনাবাহিনীর লাঠিচার্জে বিএসইসির ৬ কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (০৫ মার্চ) দুপুর ১ টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সর্বস্তরের কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এদিন রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মুল ফটক সকাল সাড়ে ১১টা থেকে তালাবদ্ধ রাখা হয়। সেই সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আসে। তবে প্রথমেই কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। তবে তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যার ফলে লাঠিচার্জ করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সূত্র মতে, বিএসইসি নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

আরও পড়ুন: রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তাদের অবস্থান

জানা গেছে, বর্তমান কমিশন নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও হতাশা আছে। এর মধ্যে অন্যতম কারণ- কমিশনারদের খারাপ আচরণ ও ১২ কোম্পানির তদন্তের আলোকে শোকজ করা। সব মিলিয়ে বাজে পরিস্থিতি বিরাজ করছে বিএসইসিতে। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারির পর পরিস্থিতি আরো খারাপ অবস্থায় চলে গেছে। তাই, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই পতনের বৃত্তে আটকে আছে পুঁজিবাজার। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা বহু বার প্রতিবাদ সমাবেশ করেছে। রাশেদ কমিশনে আস্থা না পেয়ে তাঁর পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় বিনিয়োগকারীরা। তবুও কোনো প্রতিকার ও সুফল পায়নি সাধারণ বিনিয়োগকারী।

ঢাকা/এসএইচ