০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০৪৩৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রায় ২২ কর্মকর্তা-কর্মচারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন (বিএসইসি)। অথচ শেয়ারবাজারের সকল স্তরের সবাই তার নেতৃত্বাধীন কমিশনের অপসারন চায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেকের সঙ্গে আলাপ করে কমিশন।

সাসপেন্ড করার তালিকায় মামলার ১৪জন কর্মকর্তা-কর্মচারিসহ আরও ৮জন রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার বাকি ২জনের মধ্যে সাইফুর রহমানকে আগেই চাকরিচ্যুত করা হয়েছে। আর মাহবুবুল আলম নিজেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।

আরও পড়ুন: ৩৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের কমিশন। এ ঘটনায় বিএসইসির কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। সাইফুর রহমানকে অবসরে পাঠানোর পরের দিন বুধবার কর্মকর্তারা এসব বিষয়ে কথা বলতে চেয়ারম্যান-কমিশনারদের ফ্লোরে সমবেত হন।

তবে চেয়ারম্যান-কমিশনারদের দাবি, কর্মকর্তারা তাঁদেরকে অবরুদ্ধ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় চেয়ারম্যান-কমিশনাররা কার্যালয় ত্যাগ করেন।

পরের দিন বৃহস্পতিবারও কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। তবে এদিন বিএসইসি চেয়ারম্যার তাঁর গানম্যান আশিকুর রহমানকে দিয়ে শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করান।

বিএসইসির মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট: ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রায় ২২ কর্মকর্তা-কর্মচারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন (বিএসইসি)। অথচ শেয়ারবাজারের সকল স্তরের সবাই তার নেতৃত্বাধীন কমিশনের অপসারন চায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেকের সঙ্গে আলাপ করে কমিশন।

সাসপেন্ড করার তালিকায় মামলার ১৪জন কর্মকর্তা-কর্মচারিসহ আরও ৮জন রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার বাকি ২জনের মধ্যে সাইফুর রহমানকে আগেই চাকরিচ্যুত করা হয়েছে। আর মাহবুবুল আলম নিজেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।

আরও পড়ুন: ৩৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের কমিশন। এ ঘটনায় বিএসইসির কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। সাইফুর রহমানকে অবসরে পাঠানোর পরের দিন বুধবার কর্মকর্তারা এসব বিষয়ে কথা বলতে চেয়ারম্যান-কমিশনারদের ফ্লোরে সমবেত হন।

তবে চেয়ারম্যান-কমিশনারদের দাবি, কর্মকর্তারা তাঁদেরকে অবরুদ্ধ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় চেয়ারম্যান-কমিশনাররা কার্যালয় ত্যাগ করেন।

পরের দিন বৃহস্পতিবারও কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। তবে এদিন বিএসইসি চেয়ারম্যার তাঁর গানম্যান আশিকুর রহমানকে দিয়ে শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করান।

বিএসইসির মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

ঢাকা/এসএইচ