বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বিএসইসি

- আপডেট: ১১:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১০৬৭৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। শুভেচ্ছা বিনিময়কালে শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হতে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রবিবার (১৫ জুন) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিনিয়োগকারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করা হবে। এ জন্য আজকে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।”
আরও পড়ুন: বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক
দেশের শেয়ারবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিএসইসির মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন সমস্যার সমাধান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু সুপারিশ অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ বৈঠকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হবে।
ঢাকা/এসএইচ