০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

বিনিয়োগকারীদের স্বার্থে এশিয়াটিক ল্যাবরেটরিজের সাবস্পক্রিশন স্থগিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ১০৬৪১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সাবস্পক্রিশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ইলিজিবল ইনভেস্টররা যেন সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা না নেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্রে জানা গেছে, এশিয়াটিক ল্যাবের স্থায়ী সম্পদের মূল্য নিয়ে কমিশনে বিভিন্নভাবে অভিযোগ এসেছে। এছাড়া ওই সম্পদের মালিকানা নিয়ে জটিলতা আছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় কোম্পানির স্থায়ী সম্পদের সত্যতা যাচাইয়ের জন্য আইপিওতে আবেদন স্থগিত করা হয়েছে।

এর আগে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট অফ প্রাইস ৫০ টাকা নির্ধারণ করা হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেটি কম সে মূল্যে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করতে চায়। যা ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২১ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দেখিয়েছে ৫৬.৬১ টাকা, পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দেখিয়েছে ৩৫.৪৮ টাকা।

গত ৩১ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, আগামীকাল ১৬ জানুয়ারি, সোমবার থেকে ২২ জানুয়ারি, রোববার পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদনের তারিখ ছিল।

আরও পড়ুন: শেয়ার নিয়ে বিপাকে ১৪৩ কোম্পানির বিনিয়োগকারীরা

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিনিয়োগকারীদের স্বার্থে এশিয়াটিক ল্যাবরেটরিজের সাবস্পক্রিশন স্থগিত

আপডেট: ০২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সাবস্পক্রিশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ইলিজিবল ইনভেস্টররা যেন সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা না নেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্রে জানা গেছে, এশিয়াটিক ল্যাবের স্থায়ী সম্পদের মূল্য নিয়ে কমিশনে বিভিন্নভাবে অভিযোগ এসেছে। এছাড়া ওই সম্পদের মালিকানা নিয়ে জটিলতা আছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় কোম্পানির স্থায়ী সম্পদের সত্যতা যাচাইয়ের জন্য আইপিওতে আবেদন স্থগিত করা হয়েছে।

এর আগে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট অফ প্রাইস ৫০ টাকা নির্ধারণ করা হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেটি কম সে মূল্যে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করতে চায়। যা ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২১ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দেখিয়েছে ৫৬.৬১ টাকা, পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দেখিয়েছে ৩৫.৪৮ টাকা।

গত ৩১ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, আগামীকাল ১৬ জানুয়ারি, সোমবার থেকে ২২ জানুয়ারি, রোববার পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদনের তারিখ ছিল।

আরও পড়ুন: শেয়ার নিয়ে বিপাকে ১৪৩ কোম্পানির বিনিয়োগকারীরা

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ঢাকা/এসএ