বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

- আপডেট: ০৫:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ৪০৭৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিলো জেমিনি সী ফুডের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জেমিনি সী ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বৃহস্পতিবার জেমিনি সী ফুডের ক্লোজিং দর ছিল ৫২৯ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪২ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮৬ টাকা ৬০ পয়সা বা ১৬.৩৫ শতাংশ। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডি ল্যাম্পসের ১০.৩১ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.৯৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৬৬ শতাংশ, নাভানা ফার্মার ৯.৪৫ শতাংশ, সিনোবাংলার ৯.২৯ শতাংশ, লুবরেফের ৮.৩৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৮.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.৪৬ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ