বীমার চমকে দুই মাসের সর্বোচ্চ লেনদেন

- আপডেট: ০৪:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪১৭১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ সেপ্টেম্বর) বীমা খাতের চমকে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আজ ডিএসইতে মূল্য সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন সাড়ে ১৭০ কোটি টাকা বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই , সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২০ জুলাই, ২০২৩ তারিখে ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭০ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ৫৬.৯২ শতাংশ বা ৪৭৬ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ৪৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ২২টির দর বেড়েছে, ২২টির দর কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত ছিল।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০ পয়েন্টে। সিএসইতে ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।
দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১১ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৯৫ টাকার শেয়ার।
ঢাকা/টিএ