ব্লকে লেনদেনের ৬৮ শতাংশই দুই কোম্পানির

- আপডেট: ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ৪১৮০ বার দেখা হয়েছে
আজ রোববার (১৯ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৮ শতাংশই ২ কোম্পানির। এদিন ব্লকে ৫১টি কোম্পানির মোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ব্লক মার্কেটে ২ কোম্পানি বিশাল লেনদেন করেছে। কোম্পানি দুটি ৯৪ কোটি ৮৫ লাখ টাকার বিশাল লেনদেন করেছে।
আজ ব্লকে সবচেয়ে বেশি লেনদেন করেছে বেক্সিমকো গ্রীন শুকুক। এদিন প্রতিষ্ঠাটির ৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
দ্বিতীয় লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এদিন প্রতিষ্ঠাটির ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ১০ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার, ফরচুনের ৮ কোটি ৭৮ লাখ ২৯ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৮০ লাখ ২০ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫৭ লাখ ১০ হাজার, ব্যাংক এশিয়ার ৩ কোটি ২৯ লাখ ৬৬ হাজার, পাওয়ার গ্রিডের ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ