ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
- আপডেট: ১১:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১০৩৫৭ বার দেখা হয়েছে
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এই ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ‘মঙ্গলবার রাত ২ টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল। রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।’
ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত
চলতি ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।
ঢাকা/এসএইচ