০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মরুর বুকে উত্তাপ ছড়াবে এল ক্ল্যাসিকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পর লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবল থেকে দুই তারকার প্রস্থানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পুরোনো দ্বৈরথে ভাটা পড়ে। গত কয়েক মৌসুম ধরে উত্তাপের এল ক্ল্যাসিকো যেন মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ। ম্যাচের আগে যুদ্ধের যে দামামা বাজত, তা এখন অতীত। তবুও লড়াইটা যখন রিয়াল ও বার্সার, তখন কি আর নিরুত্তাপ থাকা যায়?

মরুর বুকে আজ অতীতের সেই ধ্রুপদি লড়াইয়ের ঝাঁজ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার স্প্যানিশ সুপারকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এল ক্ল্যাসিকো যেমন তারকাশূন্য হয়ে যাচ্ছে, তেমনই করে মেসি না থাকলেও আজ যে আছেন রোনালদো! ক্লাব রিয়ালের সঙ্গে চার বছর আগেই সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু ভালোবাসা তো কমেনি। তাই তো শুক্রবার টিম হোটেলে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র, কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কিছু সময় কাটিয়েছেন সিআর সেভেন। খোশ-গল্পের মধ্যে এক ফ্রেমে বন্দিও হয়েছেন তারা। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড গ্যালারিতে বসে সাবেক ক্লাবকে সমর্থন জানাবেন। সদূর প্যারিসে থাকা লিওনেল মেসিও হয়তো দূর থেকে শুভ কামনা জানিয়েছেন সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ এবং প্রিয় ক্লাব বার্সেলোনাকে।

সুপারকাপের নতুন ফরম্যাটে এবার নিয়ে চার আসরের মধ্যে তিনটি হচ্ছে সৌদি আরবে। গতবার এবং ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২০-২১ মৌসুমে সুযোগ এলেও সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ফাইনালে অ্যাতলেটিকো বিলবাওয়ের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বার্সেলোনা। শুধু তাই নয়, গত মৌসুম বার্সার শোকেসে একটি ট্রফিও যোগ হয়নি। ২০২১ সালের নভেম্বর কোচ হিসেবে জাভি বার্সায় যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স এবং দু’বার লা লিগা জিতেছে।

আরও পড়ুন: বিপিএলের জন্য আইসিসির নিয়ম বদলে ফেলল বিসিবি!

গুরুত্বের দিক দিয়ে সুপারকাপ বড় কোনো প্রতিযোগিতা না হলেও একটা ট্রফির জন্য কাতালানরা যে মুখিয়ে আছে। শিরোপা খরা গোছানোর সঙ্গে প্রতিশোধের মিশনও রবার্ট লেভানডস্কিদের জন্য। এই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। গত বছরের মধ্য অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লিগে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। সেই হারটি মাথায় আনছেন না কাতালান কোচ জাভি। বরং সুযোগটি হেলায় হারাতে চান না তিনি, ‘আমরা দীর্ঘদিন কোনো ট্রফি জিততে পারিনি। আমাদের দেখাতে হবে, এটা জিততে চাই। আগামীকাল (আজ) দারুণ একটি সুযোগ আমাদের সামনে। ফাইনালে জেতার জন্য আমরা সবটুকুই করব।’ বিশ্বকাপের পর ছন্দটা খুঁজে না পেলেও বড় পরীক্ষায় ঠিকই উতরে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে বার্সেলোনার আগে তাদেরই টাইব্রেকার পরীক্ষায় জিততে হয়েছিল। সাফল্যের ভেলায় ভাসলেও ট্রফির জন্য ক্ষুধার্থ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘একটা ট্রফি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য প্রতিদিনই আমরা যুদ্ধ করি।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

মরুর বুকে উত্তাপ ছড়াবে এল ক্ল্যাসিকো

আপডেট: ১২:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পর লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবল থেকে দুই তারকার প্রস্থানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পুরোনো দ্বৈরথে ভাটা পড়ে। গত কয়েক মৌসুম ধরে উত্তাপের এল ক্ল্যাসিকো যেন মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ। ম্যাচের আগে যুদ্ধের যে দামামা বাজত, তা এখন অতীত। তবুও লড়াইটা যখন রিয়াল ও বার্সার, তখন কি আর নিরুত্তাপ থাকা যায়?

মরুর বুকে আজ অতীতের সেই ধ্রুপদি লড়াইয়ের ঝাঁজ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার স্প্যানিশ সুপারকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এল ক্ল্যাসিকো যেমন তারকাশূন্য হয়ে যাচ্ছে, তেমনই করে মেসি না থাকলেও আজ যে আছেন রোনালদো! ক্লাব রিয়ালের সঙ্গে চার বছর আগেই সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু ভালোবাসা তো কমেনি। তাই তো শুক্রবার টিম হোটেলে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র, কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কিছু সময় কাটিয়েছেন সিআর সেভেন। খোশ-গল্পের মধ্যে এক ফ্রেমে বন্দিও হয়েছেন তারা। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড গ্যালারিতে বসে সাবেক ক্লাবকে সমর্থন জানাবেন। সদূর প্যারিসে থাকা লিওনেল মেসিও হয়তো দূর থেকে শুভ কামনা জানিয়েছেন সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ এবং প্রিয় ক্লাব বার্সেলোনাকে।

সুপারকাপের নতুন ফরম্যাটে এবার নিয়ে চার আসরের মধ্যে তিনটি হচ্ছে সৌদি আরবে। গতবার এবং ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২০-২১ মৌসুমে সুযোগ এলেও সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ফাইনালে অ্যাতলেটিকো বিলবাওয়ের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বার্সেলোনা। শুধু তাই নয়, গত মৌসুম বার্সার শোকেসে একটি ট্রফিও যোগ হয়নি। ২০২১ সালের নভেম্বর কোচ হিসেবে জাভি বার্সায় যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স এবং দু’বার লা লিগা জিতেছে।

আরও পড়ুন: বিপিএলের জন্য আইসিসির নিয়ম বদলে ফেলল বিসিবি!

গুরুত্বের দিক দিয়ে সুপারকাপ বড় কোনো প্রতিযোগিতা না হলেও একটা ট্রফির জন্য কাতালানরা যে মুখিয়ে আছে। শিরোপা খরা গোছানোর সঙ্গে প্রতিশোধের মিশনও রবার্ট লেভানডস্কিদের জন্য। এই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। গত বছরের মধ্য অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লিগে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। সেই হারটি মাথায় আনছেন না কাতালান কোচ জাভি। বরং সুযোগটি হেলায় হারাতে চান না তিনি, ‘আমরা দীর্ঘদিন কোনো ট্রফি জিততে পারিনি। আমাদের দেখাতে হবে, এটা জিততে চাই। আগামীকাল (আজ) দারুণ একটি সুযোগ আমাদের সামনে। ফাইনালে জেতার জন্য আমরা সবটুকুই করব।’ বিশ্বকাপের পর ছন্দটা খুঁজে না পেলেও বড় পরীক্ষায় ঠিকই উতরে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে বার্সেলোনার আগে তাদেরই টাইব্রেকার পরীক্ষায় জিততে হয়েছিল। সাফল্যের ভেলায় ভাসলেও ট্রফির জন্য ক্ষুধার্থ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘একটা ট্রফি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য প্রতিদিনই আমরা যুদ্ধ করি।’

ঢাকা/এসএ