মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

- আপডেট: ০৫:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৪ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ৪১ জন
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স
পদসংখ্যা: ৪১টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।
বয়সসীমা: ২৪ মে ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন: জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকা মোট ১৬৮ টাকা, তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিবেন।
নির্দেশনা: প্রার্থীর দেয়া কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫
ঢাকা/এসএইচ