০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মার্জিন ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ১২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ৪২১২ বার দেখা হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৭৫৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সহিত অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করিতে পারবে। কিন্তু কোনক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।।

শেয়ার করুন

x
English Version

মার্জিন ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ১২ শতাংশ

আপডেট: ০৬:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৭৫৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সহিত অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করিতে পারবে। কিন্তু কোনক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।।