মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসান খান চৌধুরী

- আপডেট: ১০:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। তিনি প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত ২০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আহসান খান মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এ ছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ২০১৩ সালে মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়। শুরু থেকেই উদ্যোক্তাদের একজন ছিলেন আহসান খান চৌধুরী।
আরও পড়ুন: পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে: বিএপিএলসি প্রেসিডেন্ট
রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠিত মিডল্যান্ড ব্যাংকে শুরু থেকেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নিয়ন্ত্রণে ছিল। সবশেষ তাঁর স্ত্রী নিলুফার জাফরুল্লাহ ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের সভায় উপস্থিত হননি। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আহসান খান চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ–আরএফএল গ্রুপে যোগদান করেন।
ঢাকা/এসএইচ