মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যা দূর করবে এই মসলা
- আপডেট: ০১:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১০২৭৫ বার দেখা হয়েছে
মুখের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে মুখের দুর্গন্ধ নিয়ে পড়তে হয় অস্বস্তিতে। কারও সঙ্গে কথা বলতে সময় ভুগতে হয় হীনমন্যতায়। কারণ মুখ খুললেই দুর্গন্ধ ছড়ায়। এছাড়া আছে মাড়ির সমস্যা। এ ধরনের সমস্যা দূর করার জন্য ঘরোয়া উপায়ে বেছে নেওয়া যেতে পারে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পরিচিত একটি মসলা। নাম তার লবঙ্গ। এই মসলাকে ন্যাচরাল মাউথ ফ্রেশনারও বলা হয়। চলুন জেনে নেওয়া যাক এটি কীভাবে কাজ করে-
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মুখের দুর্গন্ধ দূর করে
লবঙ্গের অন্যতম কার্যকারিতা হলো এটি মুখের দুর্গন্ধ দূর করে। এটি মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়াল প্রপার্টি দূর করে। আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তবে কয়েকটি লবঙ্গ মুখে পুড়ে নিয়ে চিবিয়ে নিন। এভাবে অভ্যাস করলে মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হবে। এছাড়া মুখের ভেতরের স্বাস্থ্যও ভালো থাকবে। তাই এ ধরনের অস্বস্তিকর সমস্যা এড়াতে উপকারী এই মসলা কাজে লাগাতে পারেন।
আরও পড়ুন: গরম পানি পান করলে কী হয়?
মাড়ির সমস্যা দূর করে
দাঁতের মাড়ির বিভিন্ন সমস্যায় আমরা বিভিন্ন সময় ভুগে থাকি। এ ধরনের সমস্যঅ দূর করতে দারুণ কাজ করে পরিচিত মসলা লবঙ্গ। আমাদের প্রায় সবার বাড়িতেই এই মসলা থাকে। এটি দাঁত ও মাড়ির যন্ত্রণা কমাতে কাজ করে। আপনার যদি মাড়িতে কোনো সমস্যা হয় তবে সেই যন্ত্রণা থেকে উপশম পেতে বেছে নিতে পারেন লবঙ্গ। এছাড়াও এটি দাঁতের ক্ষয় রোধেও বেশ কার্যকরী। লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাবেন। এছাড়া লবঙ্গ চা খেলে কিংবা লবঙ্গের তেল ব্যবহার করলেও মিলবে উপকার।
হজম ভালো রাখে
হজমের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে লবঙ্গ। হজমের সমস্যা দূর করতে নিয়মিত লবঙ্গ খেতে পারেন। এটি হজমে সহায়ক উৎচেসক ক্ষরণ করে। যে কারণে পেটের নানা সমস্যা খুব সহজেই দূর হয়। গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা দূর করতেও কাজ করে এই মসলা। লবঙ্গ চিবিয়ে খেলে বা লবঙ্গ দিয়ে তৈরি চা খেলে এক্ষেত্রে উপকার পাবেন।
ঢাকা/এসএইচ