০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

মেঘনায় আবারও দুই লঞ্চের সংঘর্ষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • / ৪২৪৬ বার দেখা হয়েছে

মেঘনা নদীতে আবার যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালা এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত যাত্রীদের মধ্যে চারজনকে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য চাঁদপুরে নামিয়ে দেওয়া হয়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যাত্রীদের ভাষ্য, বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল এমভি প্রিন্স আওলাদ-৪। ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল এমভি টিপু-১২। দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

একটি লঞ্চের যাত্রী হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সংঘর্ষে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের পাঁচ যাত্রী আহত হন। দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত যাত্রীদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঘাটে নামিয়ে দেয়।

শেয়ার করুন

English Version

মেঘনায় আবারও দুই লঞ্চের সংঘর্ষ

আপডেট: ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

মেঘনা নদীতে আবার যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালা এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত যাত্রীদের মধ্যে চারজনকে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য চাঁদপুরে নামিয়ে দেওয়া হয়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যাত্রীদের ভাষ্য, বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল এমভি প্রিন্স আওলাদ-৪। ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল এমভি টিপু-১২। দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

একটি লঞ্চের যাত্রী হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সংঘর্ষে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের পাঁচ যাত্রী আহত হন। দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত যাত্রীদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঘাটে নামিয়ে দেয়।