০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোবাইলে অফার মেসেজ বন্ধ করবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ৪২৫৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ মোবাইল অপারেটর কোম্পানিগুলো গ্রাহকদের নিয়মিত প্রমোশনাল বা অফার মেসেজ পাঠায়। যার অধিকাংশ মেসেজই গ্রাহক ইতিবাচকভাবে গ্রহণ করেন না। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফার মেসেজ বন্ধ করার উপায় বাতলে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করার উপায় বলে দেওয়া হয়।

অফার মেসেজ বন্ধ করবো যেভাবে

গ্রামীণফোন গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার মেসেজ চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করতে ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে।

রবি ও এয়ারটেল গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।

এছাড়াও প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না হলে মেসেজের নোটিফিকেশনও বন্ধ করা যায়। এ জন্য স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেওয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করা সম্ভব। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কি ওয়ার্ড ধরে এবং নম্বর ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে আসেনা। অন্যান্য ফোনেও এরকম ফিচার পাবেন। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

মোবাইলে অফার মেসেজ বন্ধ করবেন যেভাবে

আপডেট: ০২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ মোবাইল অপারেটর কোম্পানিগুলো গ্রাহকদের নিয়মিত প্রমোশনাল বা অফার মেসেজ পাঠায়। যার অধিকাংশ মেসেজই গ্রাহক ইতিবাচকভাবে গ্রহণ করেন না। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফার মেসেজ বন্ধ করার উপায় বাতলে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করার উপায় বলে দেওয়া হয়।

অফার মেসেজ বন্ধ করবো যেভাবে

গ্রামীণফোন গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার মেসেজ চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করতে ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে।

রবি ও এয়ারটেল গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।

এছাড়াও প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না হলে মেসেজের নোটিফিকেশনও বন্ধ করা যায়। এ জন্য স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেওয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করা সম্ভব। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কি ওয়ার্ড ধরে এবং নম্বর ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে আসেনা। অন্যান্য ফোনেও এরকম ফিচার পাবেন। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন।

ঢাকা/এসএ