রমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল

- আপডেট: ১২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১০৩০৯ বার দেখা হয়েছে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুদ্ধবিরতির মেয়াদ ছয় সপ্তাহের জন্য সাময়িকভাবে বাড়ানোর অনুমোদন দিয়েছেন। এ সিদ্ধান্তের মধ্যে মুসলমানদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসওভার উৎসব এ মেয়াদের মধ্যে পড়েছে। খবর বিবিসির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (১ মার্চ) গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবনায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। প্রস্তাবের অধীনে গাজার হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের অর্ধেক প্রথম দিনে মুক্তি পাবেন। জিম্মিদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবেন।
আরও পড়ুন: ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের সবশেষ এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গত শুক্রবার রাতে হামাস বলে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে, এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের কোনো সম্প্রসারণে সম্মত হবে না। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল।
ঢাকা/এসএইচ