০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ৪১৬৯ বার দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীর এক রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দুপুরে পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রওনুকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, তানজিল আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

শেয়ার করুন

x
English Version

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট: ০৪:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীর এক রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দুপুরে পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রওনুকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, তানজিল আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।