লকডাউনে শেয়ারবাজারে সাপ্তাহিক ছুটি ৩ দিন
- আপডেট: ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সীমিত পরিসরে খোলা থাকবে শেয়ারবাজার। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজার খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তবে কঠোর লকডাউনের মধ্যে ব্যাংকগুলোর সাপ্তাহিক ছুটি তিনদিন নির্ধারণ করেছে। অর্থাৎ সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও রোববারও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকেব। এর ফলে কঠোর লকডাউন চলাকালে শেয়ারবাজার সাপ্তাহিক ছুটি থাকবে ৩দিন। আর লেনদেন হবে ৪ দিন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংক হলিডে এবং ২ জুলাই (শুক্রবার) ও ৩ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শেয়ারবাজার বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী লকডাউন চলাকালে প্রতি রোববার ব্যাংক বন্ধ থাকবে। সে হিসেবে ৪ জুলাই (রোববার) শেয়ারবাজার বন্ধ থাকবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজার বন্ধ থাকবে। যেহেতু কঠোর লকডাউনের কারণে প্রতি রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেহেতু ওই দিন শেয়ারবাজারও বন্ধ থাকবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- বিএসইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি
- পুঁজিবাজারে লেনদেন শুরু সোমবার থেকে
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথ বাংলা ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু
- ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান
- পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য বিএসইসি’র ‘মুভমেন্ট পাস’
- ঢাকা ডায়িংয়ের ৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- একাধিক পদে লোক নেবে আইপিডিসি
- ফেসবুক এখন এক লাখ কোটি ডলারের প্রতিষ্ঠান
- ইলিশ মাছের মালাইকারি তৈরির রেসিপি
- একসঙ্গে তিন নায়িকার নাচ দেখবে দর্শক
- আজও শতাধিক মৃত্যু, শনাক্তে রেকর্ড
- বার্সার সঙ্গে চুক্তি শেষ, কাল থেকে মেসিকে পাওয়া যাবে বিনামূল্যে!