লিচু খাওয়ার সময় গলায় আটকে শিশুর মৃত্যু

- আপডেট: ০৭:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ৪১৪৬ বার দেখা হয়েছে
রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় আটকে অনিক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নোয়াখালীর মাইজদী উপজেলার উদার হাট গ্রামের মো. সাঈদের ছেলে অনিক। মায়ের সঙ্গে হাজারীবাগে থাকতো।
শিশুটির মা পারভিন আক্তার জানান, অনিকের বাবা অনেক আগেই তাদের ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিনি ছেলেকে নিয়ে হাজারীবাগ গজমহল এলাকায় নানা আব্দুর রউফের ভাড়া বাসায় থাকতেন। শিশুটি ছিল বাকপ্রতিবন্ধী।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষকের শূন্য পদ ৩৭ হাজার ৯২৬: প্রতিমন্ত্রী
মো. রাকিব নামে ওই বাসায় এক ব্যক্তি বলেন, ‘শিশুটির নানা লিচু কিনে এনেছিলেন। শিশুটি খাওয়ার সময় বিচিসহ গিলতে গিয়ে গলায় আটকে যায়। এতে সে ছটফট করতে থাকে। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’
ঢাকা/এসএম