১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শুধু শ্বাস পরীক্ষাতেই বোঝা যাবে করোনায় আক্রান্ত কিনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

এখন আর পিসিআর পরীক্ষার ঝামেলা পোহাতে হবে না। শুধুই শ্বাস পরীক্ষা করে বুঝে ফেলা যাবে কেউ কোভিডে আক্রান্ত হয়েছেন কিনা। এমনই একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে ইসরাইলি সংস্থা ‘ব্রেথ অব হেল্‌থ’ (বিওএইচ)। 

ভারতেও যাতে একই পদ্ধতিতে কোভিড পরীক্ষা শুরু করা যায় সে জন্য ইসরাইলি সংস্থার বানানো এমন কয়েকশো মেশিন দেড় কোটি ডলারে কিনছে শিল্পপতি মুকেশ অম্বানীর রিলায়্যান্স। আনন্দবাজার পত্রিকা বলছে, ইতোমধ্যে ইসরাইলি সংস্থাটির সঙ্গে চুক্তি হয়ে গেছে রিলায়্যান্সের।

বিওএইচ এর পক্ষে দাবি করা হয়েছে, এই পদ্ধতির মাধ্যমে কোভিড পরীক্ষার সাফল্যের হার খুব কম করে হলেও ৯৫ শতাংশ। যদিও প্রাথমিক ভাবে ইসরাইলের হাদাসা মেডিকেল সেন্টার ও তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে যে ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছিল, তাতে এই যন্ত্রের সাফল্যের হার ছিল ৯৮ শতাংশ।

রিলায়্যান্স বলছে, এই পদ্ধতিকে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে। তা ছাড়াও এই যন্ত্র নিয়ে দেশে গবেষণাতেও সব রকমের সহায়তা করবে রিলায়্যান্স।

শেয়ার করুন

x
English Version

শুধু শ্বাস পরীক্ষাতেই বোঝা যাবে করোনায় আক্রান্ত কিনা

আপডেট: ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

এখন আর পিসিআর পরীক্ষার ঝামেলা পোহাতে হবে না। শুধুই শ্বাস পরীক্ষা করে বুঝে ফেলা যাবে কেউ কোভিডে আক্রান্ত হয়েছেন কিনা। এমনই একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে ইসরাইলি সংস্থা ‘ব্রেথ অব হেল্‌থ’ (বিওএইচ)। 

ভারতেও যাতে একই পদ্ধতিতে কোভিড পরীক্ষা শুরু করা যায় সে জন্য ইসরাইলি সংস্থার বানানো এমন কয়েকশো মেশিন দেড় কোটি ডলারে কিনছে শিল্পপতি মুকেশ অম্বানীর রিলায়্যান্স। আনন্দবাজার পত্রিকা বলছে, ইতোমধ্যে ইসরাইলি সংস্থাটির সঙ্গে চুক্তি হয়ে গেছে রিলায়্যান্সের।

বিওএইচ এর পক্ষে দাবি করা হয়েছে, এই পদ্ধতির মাধ্যমে কোভিড পরীক্ষার সাফল্যের হার খুব কম করে হলেও ৯৫ শতাংশ। যদিও প্রাথমিক ভাবে ইসরাইলের হাদাসা মেডিকেল সেন্টার ও তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে যে ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছিল, তাতে এই যন্ত্রের সাফল্যের হার ছিল ৯৮ শতাংশ।

রিলায়্যান্স বলছে, এই পদ্ধতিকে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে। তা ছাড়াও এই যন্ত্র নিয়ে দেশে গবেষণাতেও সব রকমের সহায়তা করবে রিলায়্যান্স।