শেয়ারবাজার কেলেঙ্কারিসহ সাকিবের বিরুদ্ধে ছয় অভিযোগ!

- আপডেট: ০৫:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১০৬৪৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ ছয় অভিযোগ এনে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন একজন আইনজীবী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী দুদকে এ আবেদন করেন।
আবেদনে তিনি শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন সাকিব আল হাসানের বিরুদ্ধে।
আরও পড়ুন: বিএসইসির নতুন মুখপাত্র ফারহানা ফারুকী
ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পোশাককর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।
ঢাকা/এসএইচ