সাকিবকে ‘মেগাস্টার’ বললেন হামজা

- আপডেট: ০৮:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১০২৮৩ বার দেখা হয়েছে
সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় তারকা কে? হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পাওয়ার পর থেকেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার এর উত্তর দিলেন খোদ হামজা। ক্রিকেটের তারকা সাকিব আল হাসানকে নিজের চেয়ে এগিয়ে শেফিল্ড ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তর্কসাপেক্ষে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরতে অনেক বড় অবদান রেখেছেন এই অলরাউন্ডার। অনেকের মতে, সাকিব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসেই সেরা তারকা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলে নাম লেখানোর পর থেকে এই বিষয়ে তর্ক বাড়তে শুরু করেছে।
বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর আজ (১৭ মার্চ) প্রথমবার নিজ দেশে ফিরেছেন হামজা। দেশে ফিরেই একের পর এক সাংবাদিক সম্মেলনে বসতে হচ্ছে তাকে। হবিগঞ্জের স্নানঘাটে নিজ বাড়িতে ইফতার সেরে কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই তারকা। সেখানে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারকা এই ফুটবলার। এসময় উঠে আসে সাকিব আল হাসানের সঙ্গে তার তুলনার বিষয়টিও।
সাকিবের সঙ্গে নিজের তুলনাকে এক প্রকার উড়িয়েই দিয়েছেন হামজা। শুধু তাই নয়, সাকিবকে মেগাস্টার হিসেবেও সম্বোধন করেন এই তারকা। তিনি বলেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’
আরও পড়ুন: আইপিএলের যে নিয়ম ১৭ বছরে একবারও কাজে লাগেনি
ফুটবল তারকা হলেও অনেক আগে থেকেই সাকিবকে চেনেন হামজা। লাল-সবুজ জার্সিতে এই অলরাউন্ডারের নৈপুণ্য তাকে মুগ্ধ করেছে আগেই। ২০২০ সালে দেশের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারেও সাকিবকে নিয়ে তার বিস্ময়ের কথা জানিয়েছেন হামজা।
সেই সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’
আগামীকাল হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন হামজা। সেখানে পৌঁছেই যোগ দেবেন দলের সঙ্গে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সি গায়ে জড়াবেন শেফিল্ড তারকা।
ঢাকা/এসএইচ