সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৫ খাতের বিনিয়োগকারীরা
- আপডেট: ০৯:৪৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। দর বাড়াতে ১৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ৪টি খাতে। বাকী ১টি খাতে দর বেড়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ খাতে। এই খাতে ৩.৬০ শতাংশ দর কমেছে। সাধারণ বীমা খাতে ৩.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১.৬০ শতাংশ দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: ডিএসই’র খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত
এছাড়া জীবন বীমা খাতে ১.৪০ শতাংশ, আইটি ও ভ্রমণ খাতে ১.৩০ শতাংশ, ট্যানারী খাতে দশমিক ৭০ শতাংশ, সেবা খাতে দশমিক ৬০ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৩০ শতাংশ, খাদ্য ও ফার্মা খাতে দশমিক ২০ শতাংশ এবং প্রকৌশল, ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড ও জ্বালানী ও বিদ্যুৎ খাতে দশমিক ১০ শতাংশ কমেছে।
শুধু পাট খাতে দর বেড়েছে ১.৫০ শতাংশ।
অন্যদিকে অপরিবর্তিত রয়েছে যোগাযোগ খাত, সিমেন্ট খাত, সিরামিক খাত এবং আর্থিক খাত।
ঢাকা/টিএ