সূচকের উত্থানে চলছে লেনদেন

- আপডেট: ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ১০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ২৭ লাখ ৪৮ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২০৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, দর কমেছে ৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: