সূচকের উত্থানে চলছে লেনদেন

- আপডেট: ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
আজ সোমবার ১৯ মে, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৪ কোটি ১৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৪৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।
আরও পড়ুন: অগ্রণী ইন্স্যুরেন্সের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৮৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ