সূচকের পতনেও বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ৪১৯৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৪ মার্চ) মূল্য সূচকের পতনে লেনদেনের সমাপ্তি হয়েছে। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে। এদিন টাকার অংকে লেনদেন বেড়ে হয়েছে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১১১ কোটি ৯২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১টি এবং কমেছে ১০১টির। অপরিবর্তিত ছিল ২০১টির।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে। এদিন সিএসইতে ৭ কোটি ৫ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১ কোটি ৮ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টি, কমেছে ৩৮টি এবং অপরিবর্তিত ছিল ৮৩টির।
ঢাকা/এসএ