সূচকের পতনে লেনদেনের সমাপ্তি

- আপডেট: ০৩:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৪১৬৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৫ মার্চ) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমেলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৬০৭ কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেন বাড়লেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৬ কোম্পানির মধ্যে মাত্র ২১ বা ৬.৮৬ কোম্পানির দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষনে দেখা যায়, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি ৬.৮৬ শতাংশ কোম্পানির। লেনদেন কমেছে ১১০টি বা ৩৫.৯৪ শতাংশ কোম্পানির। আর অপরিবর্তিত ছিল ১৭৫টি বা ৫৭.১৮ শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহে ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানি
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে।
এদিন সিএসইতে ৬ কোটি ৪২ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৩ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৭০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টি, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত ছিল ১০৬টির।
ঢাকা/এসএ