স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির অসম্মতি
- আপডেট: ০৬:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১০২৭৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, স্ট্যান্ডার্ড ব্যাংক আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল রিডিমেবল, ফ্লোটিং রেট চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। বন্ডের মাধ্যমে ৩৫০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। তবে ব্যাংকটির বন্ড ইস্যুর এই আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মেঘনা ইন্স্যুরেন্স
এর আগে, স্ট্যান্ডার্ড ব্যাংকের চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সংশোধনী করা হয়েছে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সেটিতেও সম্মতি দেয়নি বিএসইসি।
তবে কোম্পানিটি বন্ড ইস্যু করার জন্য আরও পর্যালোচনা এবং পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা/এসএইচ