০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

১৫ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া হচ্ছে সাইফের!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১০২৫৯ বার দেখা হয়েছে

নতুন বছরটা যেন ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সাইফ আলি খানের। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন তিনি। বাড়ি ফিরতেই আবারও দুঃসংবাদ পেলেন অভিনেতা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে। যার বর্তমানে বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাই কোর্ট। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনও বাধা থাকছে না।

ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি। যেটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন।

আরও পড়ুন: ‘আপনাদের মন বলতে কিছু নেই’

এরপর থেকে পতৌদিদেরই ছিল ভোপালের ওই সম্পত্তি। ১৯৪৭-এ দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এ দেশে রয়ে গেছে।

সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ, স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনও অধিকার থাকবে না।

সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। এদিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

১৫ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া হচ্ছে সাইফের!

আপডেট: ০১:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নতুন বছরটা যেন ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সাইফ আলি খানের। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন তিনি। বাড়ি ফিরতেই আবারও দুঃসংবাদ পেলেন অভিনেতা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে। যার বর্তমানে বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাই কোর্ট। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনও বাধা থাকছে না।

ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি। যেটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন।

আরও পড়ুন: ‘আপনাদের মন বলতে কিছু নেই’

এরপর থেকে পতৌদিদেরই ছিল ভোপালের ওই সম্পত্তি। ১৯৪৭-এ দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এ দেশে রয়ে গেছে।

সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ, স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনও অধিকার থাকবে না।

সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। এদিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।

ঢাকা/এসএইচ