০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ জুন ২০২৩

২৫ হাজার টাকায় ডেলের নতুন ল্যাপটপ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ৪৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাত্র ২৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে ডেলের নতুন ল্যাপটপ। এটি ইন্সপায়রন সিরিজের ল্যাপটপ। মডেল ইন্সপায়রন ৩৫৫২।

কালোর রঙের এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। প্রসেসরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্জের।

কাজ সম্পাদনের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম। স্টোরেজের জন্য রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।

ডিভিডি রিরাইটেবল ডিস্ক সমৃদ্ধ ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে।

ল্যাপটপটির সঙ্গে আকর্ষণীয় উপহার রয়েছে।

ট্যাগঃ

শেয়ার করুন

English Version

২৫ হাজার টাকায় ডেলের নতুন ল্যাপটপ

আপডেট: ০২:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: মাত্র ২৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে ডেলের নতুন ল্যাপটপ। এটি ইন্সপায়রন সিরিজের ল্যাপটপ। মডেল ইন্সপায়রন ৩৫৫২।

কালোর রঙের এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। প্রসেসরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্জের।

কাজ সম্পাদনের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম। স্টোরেজের জন্য রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।

ডিভিডি রিরাইটেবল ডিস্ক সমৃদ্ধ ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে।

ল্যাপটপটির সঙ্গে আকর্ষণীয় উপহার রয়েছে।