০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

২৮টির ক্যাটাগরি পরিবর্তনের জেরে তিনশত কোম্পানির দরপতন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একযোগে ২৮টি কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। পুঁজিবাজারের এ সংকটকালীন সময়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার নেতিবাচক প্রভাব দেখা গেছে আজকের লেনদেনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে  প্রায় তিনশো শেয়ারের দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে ১২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ২০৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরওে পড়ুন: দরপতনের তালিকায় চলছে ‘জেড’ ক্যাটাগরিভুক্তদের দখলদারি

আজ ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, বিপরীতে ২৯৯ কোম্পানির দর কমেছে। আর ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

২৮টির ক্যাটাগরি পরিবর্তনের জেরে তিনশত কোম্পানির দরপতন

আপডেট: ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একযোগে ২৮টি কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। পুঁজিবাজারের এ সংকটকালীন সময়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার নেতিবাচক প্রভাব দেখা গেছে আজকের লেনদেনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে  প্রায় তিনশো শেয়ারের দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে ১২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ২০৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরওে পড়ুন: দরপতনের তালিকায় চলছে ‘জেড’ ক্যাটাগরিভুক্তদের দখলদারি

আজ ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, বিপরীতে ২৯৯ কোম্পানির দর কমেছে। আর ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ