৫৪৪ কোটি টাকা ব্যয়ে ট্যাংকার কিনবে এমজেএল বাংলাদেশ

- আপডেট: ১১:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি পণ্য পরিবহনের জন্য আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনবে। এটি কোম্পানির বিদ্যমান জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’র স্থলাভিষিক্ত হবে। রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এমজেএল বাংলাদেশ এর পরিচালনা পরিষদের ১৪২ তম সভায় জাহাজ কেনা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এমজেএল বাংলাদেশ এর পর্ষদ সভায় বয়সজনিত কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া কোম্পানির জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’কে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এমটি নিসোস ডেলোস নামে একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নেয় পর্ষদ।
এমটি নিসোস ডেলোসের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিকটন। ট্যাংকারটি প্রায় ১২ বছর ব্যবহার করা যাবে। অয়েল ট্যাংকারটি কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।
আরও পড়ুন: ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে
এমজেএল বাংলাদেশ ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে এটি ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা নীট মুনাফা করেছে। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা।
এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।
ঢাকা/এসএইচ