০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৬ কোম্পানির মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ১০৫১৪ বার দেখা হয়েছে

বছর তিনেক ধরেই দেশের পুঁজিবাজার হতাশ করছে বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম দুই মাসেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের দুই মাসে শীর্ষ ছয় কোম্পানির বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৫ সালের প্রথম দুই মাসে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টির মূলধন কমেছে, বেড়েছে তিনটির। ফ্লোর প্রাইস বহাল থাকায় এ সময়ে একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৮০০ কোটি টাকা।

গত দুই মাসে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৪ কোটি টাকার বাজার মূলধন কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬ কোটি টাকায়।

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৫৪ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ২৮৪ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩০ কোটি টাকায়। ইসলামী ব্যাংক বাংলাদেশের বাজার মূলধন কমেছে ৫৮০ কোটি টাকা। বছরের শুরুতে ব্যাংকটির বাজার মূলধন ছিল ৭ হাজার ৭৯২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্যাংকটির বাজার মূলধন ৭ হাজার ২১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: উৎপাদন বন্ধ সত্ত্বেও আরএসআরএমে মজেছেন বিনিয়োগকারীরা!

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন এ বছরের প্রথম দুই মাসে ৫১২ কোটি টাকা কমেছে। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা, যা সর্বশেষ গত বৃহস্পতিবার ১৪ হাজার ২৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত দুই মাসে ১২০ কোটি টাকা বাজার মূলধন কমেছে বার্জার পেইন্টস বাংলাদেশের। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৪৫৪ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ কোটি টাকায়। ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন গত দুই মাসে ১০৬ কোটি টাকা কমেছে। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯২ কোটি টাকায়।

বাজার মূলধনের দিক দিয়ে দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন। গত দুই মাসে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৬৮৮ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩১৭ কোটি টাকায়। ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন গত দুই মাসে ৫৮৪ কোটি টাকা বেড়েছে। বছরের শুরুতে ব্যাংকটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ২৫৬ কোটি টাকায়।

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন গত দুই মাসে ১০৪ কোটি টাকা বেড়েছে। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৮২৩ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন ১৪ হাজার ৯২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ফ্লোর প্রাইস বহাল থাকায় বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত দুই মাসে অপরিবর্তিত ছিল। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন ১০ হাজার ৩৫৮ কোটি টাকা। এদিকে বাজার মূলধন কমে যাওয়ার কারণে বর্তমানে রেনাটা শীর্ষ ১০ কোম্পানির তালিকা থেকে নেমে গেছে। সে জায়গায় স্থান করে নিয়েছে ম্যারিকো বাংলাদেশ। গত দুই মাসে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ২৭৯ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭০ কোটি টাকায়।

সূত্র: বণিক বার্তা

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

৬ কোম্পানির মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি!

আপডেট: ০২:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বছর তিনেক ধরেই দেশের পুঁজিবাজার হতাশ করছে বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম দুই মাসেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের দুই মাসে শীর্ষ ছয় কোম্পানির বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৫ সালের প্রথম দুই মাসে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টির মূলধন কমেছে, বেড়েছে তিনটির। ফ্লোর প্রাইস বহাল থাকায় এ সময়ে একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৮০০ কোটি টাকা।

গত দুই মাসে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৪ কোটি টাকার বাজার মূলধন কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬ কোটি টাকায়।

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৫৪ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ২৮৪ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩০ কোটি টাকায়। ইসলামী ব্যাংক বাংলাদেশের বাজার মূলধন কমেছে ৫৮০ কোটি টাকা। বছরের শুরুতে ব্যাংকটির বাজার মূলধন ছিল ৭ হাজার ৭৯২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্যাংকটির বাজার মূলধন ৭ হাজার ২১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: উৎপাদন বন্ধ সত্ত্বেও আরএসআরএমে মজেছেন বিনিয়োগকারীরা!

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন এ বছরের প্রথম দুই মাসে ৫১২ কোটি টাকা কমেছে। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা, যা সর্বশেষ গত বৃহস্পতিবার ১৪ হাজার ২৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত দুই মাসে ১২০ কোটি টাকা বাজার মূলধন কমেছে বার্জার পেইন্টস বাংলাদেশের। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৪৫৪ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ কোটি টাকায়। ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন গত দুই মাসে ১০৬ কোটি টাকা কমেছে। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯২ কোটি টাকায়।

বাজার মূলধনের দিক দিয়ে দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন। গত দুই মাসে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৬৮৮ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩১৭ কোটি টাকায়। ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন গত দুই মাসে ৫৮৪ কোটি টাকা বেড়েছে। বছরের শুরুতে ব্যাংকটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ২৫৬ কোটি টাকায়।

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন গত দুই মাসে ১০৪ কোটি টাকা বেড়েছে। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৮২৩ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন ১৪ হাজার ৯২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ফ্লোর প্রাইস বহাল থাকায় বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত দুই মাসে অপরিবর্তিত ছিল। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন ১০ হাজার ৩৫৮ কোটি টাকা। এদিকে বাজার মূলধন কমে যাওয়ার কারণে বর্তমানে রেনাটা শীর্ষ ১০ কোম্পানির তালিকা থেকে নেমে গেছে। সে জায়গায় স্থান করে নিয়েছে ম্যারিকো বাংলাদেশ। গত দুই মাসে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ২৭৯ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭০ কোটি টাকায়।

সূত্র: বণিক বার্তা

ঢাকা/এসএইচ