মহামারি করোনার তাণ্ডব যেন থামছেই না। টানা কয়েকমাস বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও ফের হঠাৎ করেই বেড়ে গেছে সংক্রমণ ও মৃত্যু। বিগত বেশ কিছুদিন ধরে দেশে করোনা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত বেশ বেড়েছে, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ৫৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ২৮০৯, ২১৭২, ১৮৬৮, ১৮৯৯, ২১৮৭, ১৮৬৫ ও ১৭১৯ জন রোগী শনাক্ত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নাল–বিজনেসজার্নাল.বিডি
সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১৩ দশমিক ৬৯ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল দেশে ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১২ দশমিক ৯৪ শতাংশ পজিটিভ।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ৩৫৫৪ জন
মোট আক্রান্তের সংখ্যা: ৫৭৭২৪১ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১৮ জনের
মোট মৃত্যু হয়েছে: ৮৭৩৮ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ১৮৩৫ জন
মোট সুস্থ হয়েছেন: ৫২৫৯৯৪ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।
গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৩০, ২২, ২৬, ১৮, ১৬, ১১, ২৬ ও ২৬ জন।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৩৮ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।
বিজনেসজার্নাল/ঢাকা/এসআই
আরও পড়ুন:
- ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, ক্ষমা চাইলো ডিএসই
- শেয়ারবাজারের উন্নতির স্বার্থে আমরা সব দিতে প্রস্তুত: অর্থমন্ত্রী
- আর্থিক প্রতিষ্ঠান সমূহকে ডিজিটাল আন্তঃলেনদেন প্লাটফর্মে অংশগ্রহণের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
- তথ্য প্রযুক্তির উন্নতিতে বন্ধ হবে কারসাজি:বিএসইসির চেয়ারম্যান
- উইঘুর নির্যাতন: চীনের ওপর পশ্চিমা বিশ্বের একযোগে নিষেধাজ্ঞা
- মোদির সফর নিয়ে উসকানি না দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরেরে
- প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বোমা : ১৪ জনের মৃত্যুদণ্ড
- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা
- শেয়ার বরাদ্দ বিষয়ে ডিএসইর প্রশিক্ষণ আগামীকাল
- ৫ সরকারি হাসপাতালকে প্রস্তুতির নির্দেশ: করোনা পরিস্থিতির অবনতি
- আগামীকাল লেনদেন বন্ধ লাফার্জ হোলসিমের
- আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
- ৩০ মার্চ বন্ধ থাকবে শেয়ারবাজার
- সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন