১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ওই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার।

আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল ও ব্যবসায়ী রাজীব ভূঁইয়া যুগান্তরকে জানান, মঙ্গলবার ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস।

এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ী নেতারা আজ বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই জানিয়েছেন।

এ কারণে সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আগামীকাল বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে যুগান্তরকে জানিয়েছে কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

x
English Version

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট: ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ওই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার।

আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল ও ব্যবসায়ী রাজীব ভূঁইয়া যুগান্তরকে জানান, মঙ্গলবার ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস।

এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ী নেতারা আজ বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই জানিয়েছেন।

এ কারণে সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আগামীকাল বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে যুগান্তরকে জানিয়েছে কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।