০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উচ্চ কর্পোরেট ট্যাক্স চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ৪১৫৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় দেওয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ভাষণে বৈষম্য ও অর্থনৈতিক অবিচার মোকাবিলায় এগিয়ে আসতে বিশ্বের ধনিক শ্রেণির প্রতি আহ্বান জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পেদ্রো সানচেজ বলেন, ‘নিয়মের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিচ্ছে, সেখানে কিভাবে আমরা জনগণকে মুদ্রাস্ফীতির সঙ্গে মানিয়ে নিয়ে চলার কথা বলতে পারি?’ সংকটপূর্ণ এই অবস্থার পরিবর্তনে ধনিক শ্রেণি ও রাজনীতিকদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

দুনিয়াজুড়ে উগ্রপন্থী রাজনীতির উত্থানের দিকে ইঙ্গিত করে পেদ্রো সানচেজ বলেন, রাশিয়া বিশ্বব্যাপী পচনের বীজ বপন করেছে। তাদের এই প্রচেষ্টার বিরুদ্ধে ইউক্রেনের মতো আমাদেরও লড়াই করতে হবে। গণতন্ত্র, স্বচ্ছতা এবং কার্যকর নীতি হবে এই লড়াইয়ের মূল অস্ত্র।

আরও পড়ুন: তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

‘বৈশ্বিক বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলগুলো পুনর্বিবেচনার’ প্রয়োজনীয়তার ওপরও জোর দেন স্প্যানিশ নেতা। তিনি বলেন, বিশ্ব এমন একটি বিপদের মুখোমুখি হতে চলেছে যা ইউক্রেনের পরিস্থিতির চেয়ে আরও ভয়াবহ। সংকট মোকাবিলায় সবাইকে তাই যথাসাধ্য চেষ্টা করতে হবে।

গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্র্নিমাণ এবং জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে নতুন নিয়ম তৈরির ওপর জোর দেন পেদ্রো সানচেজ। তিনি বলেন, ‘এখন নাহলে আর কখন? আমরা না করলে করবে কে?’

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

উচ্চ কর্পোরেট ট্যাক্স চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

বিশ্বজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় দেওয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ভাষণে বৈষম্য ও অর্থনৈতিক অবিচার মোকাবিলায় এগিয়ে আসতে বিশ্বের ধনিক শ্রেণির প্রতি আহ্বান জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পেদ্রো সানচেজ বলেন, ‘নিয়মের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিচ্ছে, সেখানে কিভাবে আমরা জনগণকে মুদ্রাস্ফীতির সঙ্গে মানিয়ে নিয়ে চলার কথা বলতে পারি?’ সংকটপূর্ণ এই অবস্থার পরিবর্তনে ধনিক শ্রেণি ও রাজনীতিকদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

দুনিয়াজুড়ে উগ্রপন্থী রাজনীতির উত্থানের দিকে ইঙ্গিত করে পেদ্রো সানচেজ বলেন, রাশিয়া বিশ্বব্যাপী পচনের বীজ বপন করেছে। তাদের এই প্রচেষ্টার বিরুদ্ধে ইউক্রেনের মতো আমাদেরও লড়াই করতে হবে। গণতন্ত্র, স্বচ্ছতা এবং কার্যকর নীতি হবে এই লড়াইয়ের মূল অস্ত্র।

আরও পড়ুন: তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

‘বৈশ্বিক বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলগুলো পুনর্বিবেচনার’ প্রয়োজনীয়তার ওপরও জোর দেন স্প্যানিশ নেতা। তিনি বলেন, বিশ্ব এমন একটি বিপদের মুখোমুখি হতে চলেছে যা ইউক্রেনের পরিস্থিতির চেয়ে আরও ভয়াবহ। সংকট মোকাবিলায় সবাইকে তাই যথাসাধ্য চেষ্টা করতে হবে।

গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্র্নিমাণ এবং জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে নতুন নিয়ম তৈরির ওপর জোর দেন পেদ্রো সানচেজ। তিনি বলেন, ‘এখন নাহলে আর কখন? আমরা না করলে করবে কে?’

ঢাকা/এসএম