১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কতো হবে আইনস্টাইনের হাতে লেখা চিঠির দাম!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ৪১২৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে তোলা হয়। তবে এটা আসলে চিঠি নয়। এ চিঠিতে তিনি তার যুগান্তকারী E=mc2 সূত্রের ব্যাখ্যা করেছিলেন। শুক্রবার (২১ মে) বোস্টনে নিলামে সেই চিঠির দাম উঠল ১২ লাখ মার্কিন ডলার। নিলাম চলেছে টানা এক সপ্তাহ ধরে।

আইনস্টাইনের নিজে হাতে লেখা এ সূত্রের আর মাত্র তিনটি নমুনা রয়েছে সংগ্রাহকদের কাছে। ফলে এটি যে বেশ বিরল ও অমূল্য তা বলাই বাহুল্য।

এ চতুর্থ নমুনাটি এতদিন একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। সম্প্রতি এটি প্রচারে আসে। নিলামে এটির দাম ৪ লাখ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তার প্রায় তিনগুণ বেশি দামে বিক্রি হয় এ চিঠি।

১৯৪৬ সালের ২৬ অক্টোবরে আইনস্টাইন এ চিঠি লিখেছিলেন পোলিশ-মার্কিন পদার্থবিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইনকে।

বিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইন সেই সময়ে আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বের সমলোচক হিসেবে পরিচিত ছিলেন। তাকেই সূত্রের ব্যাখা করে চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন।
সিলবারস্টেইন পরিবারেই বহুদিন সংরক্ষিত ছিল চিঠিটি। পরে কোনও উত্তরাধিকারী সেই চিঠিটি কোনও সংগ্রাহককে বিক্রি করে দেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

x
English Version

কতো হবে আইনস্টাইনের হাতে লেখা চিঠির দাম!

আপডেট: ০৯:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে তোলা হয়। তবে এটা আসলে চিঠি নয়। এ চিঠিতে তিনি তার যুগান্তকারী E=mc2 সূত্রের ব্যাখ্যা করেছিলেন। শুক্রবার (২১ মে) বোস্টনে নিলামে সেই চিঠির দাম উঠল ১২ লাখ মার্কিন ডলার। নিলাম চলেছে টানা এক সপ্তাহ ধরে।

আইনস্টাইনের নিজে হাতে লেখা এ সূত্রের আর মাত্র তিনটি নমুনা রয়েছে সংগ্রাহকদের কাছে। ফলে এটি যে বেশ বিরল ও অমূল্য তা বলাই বাহুল্য।

এ চতুর্থ নমুনাটি এতদিন একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। সম্প্রতি এটি প্রচারে আসে। নিলামে এটির দাম ৪ লাখ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তার প্রায় তিনগুণ বেশি দামে বিক্রি হয় এ চিঠি।

১৯৪৬ সালের ২৬ অক্টোবরে আইনস্টাইন এ চিঠি লিখেছিলেন পোলিশ-মার্কিন পদার্থবিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইনকে।

বিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইন সেই সময়ে আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বের সমলোচক হিসেবে পরিচিত ছিলেন। তাকেই সূত্রের ব্যাখা করে চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন।
সিলবারস্টেইন পরিবারেই বহুদিন সংরক্ষিত ছিল চিঠিটি। পরে কোনও উত্তরাধিকারী সেই চিঠিটি কোনও সংগ্রাহককে বিক্রি করে দেন।

সূত্র: বিবিসি