০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পরের ম্যাকবুক প্রোতে বাদ টাচ বার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / ৪১২৭ বার দেখা হয়েছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছরের তৃতীয় প্রান্তিকে ম্যাকবুক প্রোর নকশায় বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, ২০১৬ সালে বর্তমান নকশার ম্যাকবুক প্রো উন্মোচনের পর এবারই প্রথম নকশায় বড় পরিবর্তন আনা হবে বলে দাবি করেছেন কুয়ো।

কুয়ো আরো বলেছেন, নতুন ম্যাকবুক প্রো’তে বিতর্কিত কিছু পরিবর্তনের ইতি টেনে পুরনো ফিচার ফিরিয়ে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন নকশায় কিবোর্ডের ওপরে ওলেড টাচবার বাদ দিয়ে আগের মতো কি ফিরিয়ে আনতে পারে অ্যাপল।

নতুন নকশায় আরো পোর্ট যোগ করতে পারে প্রতিষ্ঠানটি। আর ফিরতে পারে প্রতিষ্ঠানের ম্যাগসেইফ ম্যাগনেটিক কানেক্টরও। বলা হচ্ছে, নতুন ম্যাকবুক প্রো’র পাশগুলো আইপ্যাড প্রো এবং আইফোন ১২-এর মতো সমতল হবে। বর্তমান নকশাতেও পাশগুলো সমতল।

তবে, এবার নতুন নকশায় ওপর এবং নিচের তল আরো সমান করা হতে পারে। আগের মতোই ১৪ এবং ১৬ ইঞ্চি মডেলে আসবে নতুন ম্যাকবুক প্রো। তবে, এবার দুই মডেলই আসবে অ্যাপলের নিজস্ব প্রসেসর দিয়ে, থাকবে না কোনো ইনটেল প্রসেসর অপশন।

 
 

শেয়ার করুন

x
English Version

পরের ম্যাকবুক প্রোতে বাদ টাচ বার

আপডেট: ০৩:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছরের তৃতীয় প্রান্তিকে ম্যাকবুক প্রোর নকশায় বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, ২০১৬ সালে বর্তমান নকশার ম্যাকবুক প্রো উন্মোচনের পর এবারই প্রথম নকশায় বড় পরিবর্তন আনা হবে বলে দাবি করেছেন কুয়ো।

কুয়ো আরো বলেছেন, নতুন ম্যাকবুক প্রো’তে বিতর্কিত কিছু পরিবর্তনের ইতি টেনে পুরনো ফিচার ফিরিয়ে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন নকশায় কিবোর্ডের ওপরে ওলেড টাচবার বাদ দিয়ে আগের মতো কি ফিরিয়ে আনতে পারে অ্যাপল।

নতুন নকশায় আরো পোর্ট যোগ করতে পারে প্রতিষ্ঠানটি। আর ফিরতে পারে প্রতিষ্ঠানের ম্যাগসেইফ ম্যাগনেটিক কানেক্টরও। বলা হচ্ছে, নতুন ম্যাকবুক প্রো’র পাশগুলো আইপ্যাড প্রো এবং আইফোন ১২-এর মতো সমতল হবে। বর্তমান নকশাতেও পাশগুলো সমতল।

তবে, এবার নতুন নকশায় ওপর এবং নিচের তল আরো সমান করা হতে পারে। আগের মতোই ১৪ এবং ১৬ ইঞ্চি মডেলে আসবে নতুন ম্যাকবুক প্রো। তবে, এবার দুই মডেলই আসবে অ্যাপলের নিজস্ব প্রসেসর দিয়ে, থাকবে না কোনো ইনটেল প্রসেসর অপশন।