০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পর্দা উঠছে ভারতীয় চতুর্দশ আইপিএল আসরের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ৪১৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই পর্দা উঠবে ভারতের চতুর্দশ আইপিএল আসরের। ৯ এপ্রিল থেকে টানা এই আসর চলবে ৩০ মে পর্যন্ত। সেদিনই হবে ফাইনাল। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুনদিল্লি, চেন্নাই এবং কলকাতায় খেলার ভেন্যু। তবে চমকপ্রদ হলেও কলকাতার ভেন্যুতে এবার জায়গা হয়নি কলকাতার টিম কেকেআরের। আর তা নিয়েই হতাশ কলকাতাবাসী।
ইডেন গার্ডেন্স থেকে দম বন্ধ করে হেটে যাওয়া যাবে পাশের এই মাঠে। বিকেল গড়াতেই সেখানে এইভাবেই চলে অনুশীলন।

আর মাত্র কয়েক ঘন্টা পর ইন্ডিয়ান ক্রিকেট লিগের আসর, প্রায় ৫০ দিন ধরে চলবে বিশ্বের ক্রিকেট ভক্তদের সেরা এই আয়োজন।
কলকাতা মানেই ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স মানেই তো ক্রিকেট আর কলকাতা নাইট রাইডার্স কেকেআর।
চলমান বিধানসভা ভোটের কারণে আয়োজকরা ইডেন গার্ডেন্সে দোসরা মের আগে কোনও ম্যাচ করতে পারবে না। আর সে কারণেই ৩০ মে পর্যন্ত বাকি সময়ে ১০টি ম্যাচ পেয়েছে কলকাতা। আর সেখানে জায়গা হয়নি কলকাতা টাইট রাইডার্সের। যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে, শুধু যে নিজের শহরে খেলার সুযোগ পায়নি কেকেআর এমনিটি নয়। ছটি শহরে খেলা হলেও কোনও দলই নিজের শহরে খেলার সুযোগ পায়নি এবার।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

পর্দা উঠছে ভারতীয় চতুর্দশ আইপিএল আসরের

আপডেট: ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই পর্দা উঠবে ভারতের চতুর্দশ আইপিএল আসরের। ৯ এপ্রিল থেকে টানা এই আসর চলবে ৩০ মে পর্যন্ত। সেদিনই হবে ফাইনাল। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুনদিল্লি, চেন্নাই এবং কলকাতায় খেলার ভেন্যু। তবে চমকপ্রদ হলেও কলকাতার ভেন্যুতে এবার জায়গা হয়নি কলকাতার টিম কেকেআরের। আর তা নিয়েই হতাশ কলকাতাবাসী।
ইডেন গার্ডেন্স থেকে দম বন্ধ করে হেটে যাওয়া যাবে পাশের এই মাঠে। বিকেল গড়াতেই সেখানে এইভাবেই চলে অনুশীলন।

আর মাত্র কয়েক ঘন্টা পর ইন্ডিয়ান ক্রিকেট লিগের আসর, প্রায় ৫০ দিন ধরে চলবে বিশ্বের ক্রিকেট ভক্তদের সেরা এই আয়োজন।
কলকাতা মানেই ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স মানেই তো ক্রিকেট আর কলকাতা নাইট রাইডার্স কেকেআর।
চলমান বিধানসভা ভোটের কারণে আয়োজকরা ইডেন গার্ডেন্সে দোসরা মের আগে কোনও ম্যাচ করতে পারবে না। আর সে কারণেই ৩০ মে পর্যন্ত বাকি সময়ে ১০টি ম্যাচ পেয়েছে কলকাতা। আর সেখানে জায়গা হয়নি কলকাতা টাইট রাইডার্সের। যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে, শুধু যে নিজের শহরে খেলার সুযোগ পায়নি কেকেআর এমনিটি নয়। ছটি শহরে খেলা হলেও কোনও দলই নিজের শহরে খেলার সুযোগ পায়নি এবার।

ঢাকা/এসএ