০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ: বিএসইসি চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ৪১৬৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের উন্নয়নে একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার কাজ করছেন বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ। বিরুক্তি করে কারো ফাইল অনুমোদন নয়। দিলে যতো দ্রুত দিয়ে দিবো। আর না দিলে স্বল্প সময়ের মধ্যে বাতিল করে দেওয়া হবে।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে কেউ চালাকি করতে পারবে না। সেই দিন শেষ। চালাকি করার জন্য ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানকে বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। চালাকি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আতঙ্ক তৈরি না করে আমরা একটি গতিশীল পুঁজিবাজার তৈরি করার জন্য কাজ করছি। তিনি বলেন, পুঁজিবাজারকে বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলছে। জনবল সংকটের কারোনে অনেক কিছু করতে পারছি না।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক আসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানি সভাপতি আজম জে চৌধুরী, ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন প্রমুখ।

বিজনেসজার্নাল/এইচআর

পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল

ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

পুঁজিবাজারে ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ: বিএসইসি চেয়ারম্যান

আপডেট: ১১:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

পুঁজিবাজারের উন্নয়নে একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার কাজ করছেন বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ। বিরুক্তি করে কারো ফাইল অনুমোদন নয়। দিলে যতো দ্রুত দিয়ে দিবো। আর না দিলে স্বল্প সময়ের মধ্যে বাতিল করে দেওয়া হবে।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে কেউ চালাকি করতে পারবে না। সেই দিন শেষ। চালাকি করার জন্য ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানকে বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। চালাকি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আতঙ্ক তৈরি না করে আমরা একটি গতিশীল পুঁজিবাজার তৈরি করার জন্য কাজ করছি। তিনি বলেন, পুঁজিবাজারকে বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলছে। জনবল সংকটের কারোনে অনেক কিছু করতে পারছি না।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক আসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানি সভাপতি আজম জে চৌধুরী, ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন প্রমুখ।

বিজনেসজার্নাল/এইচআর

পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল

ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।