বাজারের পতনে ভূমিকা রেখেছে যেসব কোম্পানি

- আপডেট: ০৭:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৩০ বার দেখা হয়েছে
টানা পতনে বিপর্যস্ত দেশের শেয়ারবাজার। আগেরে দিনের নেতিবাচক ধারাবাহিকতা আজও (রোববার) শেয়ারবাজার অব্যাহত ছিল। এদিন শেয়ারবাজারে যত কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অর্ধেক পতন ঘটিয়েছে ৭ কোম্পানি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হল- বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, রূপালী ব্যাংক এবং রেনেটা।
বেক্সিমকো ফার্মা
বাজার পতনে আজ সবচেয়ে সবচেয়ে নেতিবাচক ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা। আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৭৪ টাকা ১০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা। কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সূচক কমিয়েছে ৪.৯০ পয়েন্ট।
ন্যাশনাল ব্যাংক
শেয়ারবাজারে সূচক পতনে ন্যাশনাল ব্যাংকের ভূমিকা দ্বিতীয় সর্বোচ্চ। আজ এই কোম্পানির মাধ্যমে ডিএসইর সূচক ৪.৬২ পয়েন্ট কমেছে। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৭ টাকায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ৬ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪০ পয়সা কমেছে।
আরও পড়ুন: এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইপিএস প্রকাশ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজার ৪.৪৮ পয়েন্ট সূচক হারায়। বাজার পতনে এই কোম্পানি তৃতীয় সর্বোচ্চ দায়ভার ছিল। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর আজ ১ টাকা কমেছে।
বাজার পতনে আজ অন্য যেসব কোম্পানি মূখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের মধ্যে ইসলামী ব্যাংকের ৩.৯৬ পয়েন্ট, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৫৪ পয়েন্ট, রূপালী ব্যাংকের ৩.৫২ পয়েন্ট এবং রেনেটার সূচক ২.২৫ পয়েন্ট কমেছে।
বাজার বিশ্লেষকরা বলেন, টানা পতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করছে। শেয়ারবাজারের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারদর টানা কমতে থাকলে বাজারের প্রতি আস্থা এমনিতেই কমতে থাকে। টানা পতন থেকে বাজারকে বের করে আনতে প্রাতিষ্ঠানিকদের ভূমিকা অপরিসীম। যেসব কোম্পানি পতনে বড় ভূমিকায় সেগুলোর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসলে চিত্র পাল্টে যাবে শেয়ারবাজারের।
ঢাকা/এসএইচ